এই শ্রাবণে কেমন করে
মেঘ জুড়েছে আকাশ জুড়ে
বৃষ্টি ঝরে এক নাগাড়ে
জলে ভরা ভরা
মন পবনে ডানা মেলে
মেঘের দেশে বেড়াই খেলে
সঙ্গে আমার তোমায় পেলে
হতাম বাঁধন হারা।
এধার হতে ওধার ঘুরে
আঁধার নামা দিন দুপুরে
মেঘমল্লার বাদল সুরে
ওই শ্রাবনের গান
জলের ফোটায় নূপুর ধ্বনি
উঠেছে ওই রণরণি
অনুরাগের রাগ রাগিনী
শোনে আকুল প্রান।
তৃণ লতা তরুরাজি
শুষ্ক বসন সিক্ত আজি
বন বিতান উঠল সাজি
নব কলেবরে
জলে জলে আঁকাআঁকি
জল স্থলে মাখামাখি
চোখাচোখি দেখাদেখি
মেঘে আর রোদ্দুরে।।