শরৎ এল বর্ষা যেতে
প্রকৃতি আজ উঠল মেতে
দূর-দূরান্ত দীগন্ত হতে
উঠল খুশির সুর।
শিশির ঝরা ঘাসে ঘাসে
ভোরের রবি মিষ্টি হাসে
হিমেল হাওয়ার পরশ এসে
জুড়ায় হৃদয় পুর।
মাটিকে যেন ভালোবেসে
শিউলি ফুল পড়ে খসে
সুগন্ধ তার বয় বাতাসে
ভরিয়ে তোলে মন।
নীল আকাশে মেঘের ভেলা
বেড়ায় উড়ে সারা বেলা
রৌদ্র-ছায়ার আজব খেলা
চলছে সারাক্ষণ।
সরোবরের স্নিগ্ধ জলে
সরোজিনী রূপটি মেলে
ভ্রমর এসে দলে দলে
শুনিয়ে যায় গান।
মাঠে ঘাটে নদীর কূলে
উঠল ভরে কাশের ফুলে
হাওয়ায় যেন দুলে দুলে
করছে কলতান।
নিয়ে ডালি রূপের ভেলায়
প্রকৃতির এই রঙ্গ-শালায়
শরৎ এসে ঋতুর মেলায়
তুলল খুশির ঢেউ।
আগমনীর মধুর গীতে
মেতেছে মন এই শরতে
মন বাউলের একতারাতে
সুর ধরেছে কেউ।।