সকাল বেলায় রাস্তা দিয়ে
যাচ্ছে গোপাল কাকা
মাথা ভরা চুল ছিল কাল
আজকে দেখি ফাঁকা।
ন্যাড়া হবার কারণটা কী
প্রশ্ন সবার মনে
কারণ খোঁজেন বোদ্ধারা সব
জ্ঞানী গুণী জনে।
কেউ বা বলেন মরেছে কেউ,
তাই হয়েছে ন্যাড়া
কেউ বা বলেন শোধেনি ধার,
এমনি হতচ্ছাড়া.....
ধরে বেঁধে ন্যাড়া করে
তাই দিয়েছে ছেড়ে
যে যার মতন বলছে কথা
ভাবছে যেমন করে।
আসল ব্যাপার কেউ জানেনা
বলছি তোমায় শোনো
গোপন কথা গোপন রেখো
কেউ জানেনা যেন।
কর্তা গিন্নি ঝগড়া হলো
কালকে রাতের বেলা
গিন্নি দেখবেন সিরিয়াল আর
কাকা দেখবে খেলা।
রিমোট নিয়ে যুদ্ধ ভীষণ,
গিন্নি গেলেন চটে
সিরিয়াল যে না দেখে তার
দিন কাটে না মোটে।
গোমরা মুখে গিন্নি এবার
রাগ রেখেছেন পুষে
গভীর রাতে গোপাল কাকা
যখন ঘুমের দেশে...
গিন্নি এসে চুপিচুপি
কাঁচি হাতে ধরে
চুলগুলো সব দিলেন কেটে
এবড়ো-খেবড়ো করে।
সকাল বেলা কাকা যখন
মুখ দেখে আয়নাতে
বুঝল সবি কী ঘটনা
ঘটেছে তার সাথে।
এ কি লজ্জা! ছিঃ ছিঃ ছিঃ ছিঃ!
জানবে গোটা পাড়া?
সকাল সকাল গোপাল কাকা
তাই হয়েছে ন্যাড়া।