"বুনো বুনচুন" এর কবিতা

সেই নদীর কুল ভেঙ্গে যায় বুকের কিনারা ভাঙ্গে বলে।
সেই নদী দূরে হারিয়ে যায় অভিমানে বয়ে চলে।
সেই নদীর স্রোত খরস্রোতা দীপ্ত উজান স্রোতে।
সেই নদী আধারে হারায়ে ফিরে আবার কোন প্রভাতে।

(আংশিক)