একটা জোনাক জ্বলা রাতের পথ
একা একা পাড়ি দিয়ে যখন কুঁড়েঘর খুঁজে পাই!
মাথার উপর তখন নক্ষত্রের মেলা!
সপ্তর্ষিমণ্ডলের পথ ধরে আমি তখন হেটে চলি সূর্যের পানে!
সূর্যবাড়ি পৌছে দেখি কুঁড়েঘরটা তার মাঝে!
এতটা নক্ষত্রপথ পাড়ি দিয়ে এসেও আমি সূর্যবাড়িতে কুঁড়েঘরের সুখ খুঁজে পাই না!
কুঁড়েঘরের মাটির পিদিম টিপটিপ জ্বলে আর নিভে!
সূর্যবাড়ির ঘরেও তখন নক্ষত্র পিদিম মিটিমিটি জ্বলে আর নিভে!
সুখটা তখন সুখপাখির ফানুশ হয়ে উড়ে চলে রাতের আকাশে নক্ষত্র হবে বলে!
#বুনো বুনচুন