শীতের রাত;
ক্ষয়ে যাওয়া চাঁদ দেখে
একটা জোনাক পোকা চাঁদ কে আলো দিতে চায়!
চাঁদ কি জানে সেই জোনাক পোকার ইচ্ছের কথা!
একটা অশুভ পেচার ডাকে
মধ্যরাতে গা ছম ছম করে!
সিঁধেল চোরের চোখে তখন;
পেচার ডাকের সর্বনাশা ভবিষ্যৎ!
কুয়াশার মাঝে হারিয়ে যায় আকাশের চাঁদ!
থেমে যায় পেচার অশুভ ডাক!
সিঁধেল চোরের ইচ্ছে টা তীব্র হতে থাকে!
প্রিয়জনের সুখের কথা ভেবে;
বিপদকে বুকে টেনে নেয়!
জোনাক পোকার ছোট্ট আলোর ভয়;
সিঁধেল চোর, রাতের চাঁদ কে আপন করে নেয়!
#বুনো বুনচুন