একদিন
এই শহরে
ভরা দুপুরে কালো মেঘ এসে
সন্ধ্যা নামাবে!
চেনা দুপুর
খুব অচেনা হয়ে যাবে!
পাগলা হাওয়ায় উড়ে যাবে স্মৃতির ফ্রেম !
বৃষ্টির সাথে ধুয়ে যাবে ফেলে আসা প্রেম!

একদিন
এই শহরে
বৃষ্টিভেজা মেঘ এসে বলে যাবে
অবহেলিত প্রেমের কথা!
তোমাকে ভালবাসি
অচেনা হয়ে যাবে সে কথা!

একদিন
এই শহরে
ঝড়ো মেঘে প্রচণ্ড বৃষ্টি হবে
সেই সাথে বইবে বজ্রপাত হৃদয়ে!
বৃষ্টিভেজা মন মিলাবে হিসাব;
কে আছে জয়ে, কে পরাজয়ে!