নিশ্চুপ চারিদিকে;
শুকনো পাতার পতনের শব্দ কানে আসে!
হিম শীতল বাতাসে গা শিউরে উঠে
টুপ করে জলে ভেসে উঠা মাছ;
উঁকি দিয়ে ডুব দেয় জলে।
পৃথিবী দেখার সাধ মিটে যায়
মুহুর্তে!
জলের উপর ভেসে থাকা
পূর্নিমার চাঁদটা এলোমেলো হয়ে যায়!
চাঁদ গলে গলে আবার স্থির চাঁদ হয়ে উঠে!
অস্থির শহরের রেস্তরাঁয়
আলোর মেকি চাঁদ ঝুলে থাকে।
ফিস ফ্রাই আর চিকেনের থালা ভরা খাবারের উৎসব জমে।
নির্জনতা বড্ড বেমানান সেখানে!
এখানে চাঁদ উঠে গলে যায় পুকুরের জলে।
উঁকি দিয়ে মাছ পৃথিবী দেখে!
হইচই বড্ড বেমানান এখানে!