সমাজতন্ত্র আর গনতন্ত্র বলাৎকার করে গাঙ্গে ভাসিয়ে দিয়ে এরা মস্ত বড় তান্ত্রিক!
পুঁজিবাদ আর সাম্রাজ্যবাদের সাথে প্রতিরাতে সঙ্গম করে সকালেই হয়ে যায় এরা সমাজতন্ত্র আর গনতন্ত্রের পাহাড়াদার!
আহ, যাদু চাচা!
তুমি গ্রামে বসে যা বোঝ, এরা শহরে থেকেও তা বুঝে না!
বেশ্যাতন্ত্রের আর এক নাম গণতন্ত্র!
এ তন্ত্রের মন্ত্রে আজ সমাজতন্ত্রীও দিশেহারা!
আহ, যাদু চাচা!
তুমি গ্রামে বসে জমিতে সার দেয়া নিয়ে টাকার অভাবে বিপ্লব করে যে সমাজতন্ত্র বোঝ, এরা শীতলঘরে থেকে, ল্যান্ড ক্রুজারে চড়ে, সেই সমাজতন্ত্রের বিপ্লব করে!
এদের শরীরে পুঁজিবাদ আর সাম্রাজ্যবাদের দুর্গন্ধ!
তবুও এরা নাকি সমাজতান্ত্রিক ও গণতান্ত্রিক!
আহ, যাদু চাচা!
তোমার শরীরে কাদামাটির সোদাগন্ধ!
আমি তো সেখানে সমাজতন্ত্র আর গণতন্ত্রের গন্ধ পাই!
গণতন্ত্র আর সমাজতন্ত্রের লেবাসে পুঁজিবাদ আর একনায়কতন্ত্র পৃথিবীজুড়ে!
যাদু চাচা!
যেটুকু গণতন্ত্র আর সমাজতন্ত্রের চেতনা বেচে আছে তোমার রক্ত আর ঘামের মাঝে!
সেই চেতনার পেয়ালায় চুমুক দিয়ে তোমার রক্ত আর ঘাম বিক্রি করে এরা শহরের শীতলঘরে বসে সমাজতন্ত্র আর গনতন্ত্রের কিচ্ছা শোনায়!
এক বেলা পেটে ভাত দে শুয়োরের বাচ্চা!
এত সমাজতন্ত্র আর গণতন্ত্রের কিচ্ছা শুনতে চাই না!

/তান্ত্রিক
সরকার পল্লব
২৪ অক্টোবর, ২০১৭