শুনছি আজকাল, খাচ্ছে হাসপাতাল
স্বাস্থ্য মন্ত্রী খাচ্ছে নাকি, সকাল আর বিকাল!

আস্ত একটা দপ্তর, খাচ্ছে গিলে গিলে
পিয়ন থেকে কর্তারা, সবাই মিলে মিলে!

মাস্কও নাকি খাচ্ছে, খাচ্ছে পিপিপি
চুরি করে পার পেয়ে, হাসছে হিহিহি!

বিমান খাচ্ছে, রেল খাচ্ছে, খাচ্ছে মন্ত্রণালয়
শুনছি আবার খাচ্ছে নাকি আস্ত বিচারালয়!

মন্ত্রী খাচ্ছে, এমপি খাচ্ছে
খাচ্ছে চেয়ারম্যান!
মেম্বার না খেলে আবার
কিসের সুপারম্যান!

সুশীল খাচ্ছে, নেতা খাচ্ছে
খুব সতর্ক ভাবে!
দেশের মানুষ ভীষণ ধনী
এরাই অভাবে!

দেশটা গিলে খাচ্ছে
যে যেখানে পাচ্ছে!