হেমন্তের ক্ষয়ে যাওয়া এক টুকরো চাঁদ
কিংবা সবুজ ঘাসে পড়ে থাকা শিশির বিন্দু
অথবা তোমার চোখের নোনাজলে
টুপ করে ঝরে পড়া এক ফোঁটা ঘৃণা!
নাহ, আমাকে আর ব্যাকুল করে না!

তুমি অমাবস্যায় চাঁদ খুঁজতে গিয়ে
রাত হারিয়ে ফেলেছো!
ঝলমলে দিনের আলোয় অন্ধকার খুঁজেছো!

আমি এখন নিঃশর্ত ভালবাসা চাই
যেখানে দ্বিধা নাই, দ্বন্দ নাই!
তোমার অশ্রুসিক্ত চোখে তাকিয়ে ঘৃণা নয়
সেখানে শুধুই যেন ভালবাসা খুঁজে পাই!