সবুজ ঘাসের কাছে
এক বিন্দু ভোরের কুয়াশা চেয়েছিল।
সকালের রোদ আসার আগে
ঠোঁটে আলিঙ্গন করবে বলে।
ঘাস ফুল ফিরিয়ে দিয়েছিল;
শুকনো পাতার উপরে পড়ে থাকা
এক বিন্দু শিশির চিক চিক করে আহবান করে।
সবুজ ঘাসের ফুল তাকিয়ে রয়
শুকনো পাতার পানে।
যার কিছু নেই দেবার;
সেই ই দিতে চায় সব থেকে বেশি!
সবুজ ঘাসের হৃদয় শুকনো ছিলো;
অথচ পড়ে থাকা শুকনো পাতার হৃদয় ছিলো চির সবুজ!
দেখার ভূল নাকি চেনার ভূল!
তার থেকেও চির সবুজ হৃদয়;
সে কথা বুঝেনি ঘাস ফুল!