হায় প্রিয়তমা!
তোমার অসমাপ্ত চিঠি
আর অভিযোগের পাহাড়
কি করে পাড়ি দিবো বলো!
এত ক্ষোভের আগুনে তুমি
জ্বলেপুড়ে ছাই!
কি করে বলো তোমাকে বুঝাই!
মায়াহীন, কায়াহীন বিশ্বসংসার।
তোমার আবেগের আত্ম চিৎকার।
একবারও কানে পৌছায়নি!
চিলে কান নিয়ে গেছে;
তার পিছু ছুটতে ছুটতে তুমি ক্লান্ত!
আমি অবাক বিস্ময়ে নির্লিপ্ত।
এতটা পথ পেরিয়ে এসোও যদি প্রশ্ন জাগে!
ছেড়ে যাবে কাল, মহাকাল অনুরাগে।
হে ইশ্বর, হে বিধাতা, হে মহাপ্রভু।
ক্ষমা করে দিও, ভূল হয় যদি কভু!