তখনো সন্ধ্যা নামেনি!
দিগন্তের শেষ প্রান্তে
অন্তিম সূর্যের হাতছানি।
এমন গোধূলি বেলায়
বুকে হাত রেখে বলোতো;
কারো কথা মনে পড়েনি!
তখনো সন্ধ্যা নামেনি!
মেঠোপথ কিংবা রাজপথে
হাতে হাত রেখে এক সাথে!
বুকে হাত রেখে বলোতো;
কারো সাথে তুমি হাটো নি!
চোখে চোখ রেখে কথা বলোনি!
তখনো সন্ধ্যা নামেনি!
নির্জন প্রান্তে অথবা শহুরে রেস্টুরেন্টে।
বুকে হাত রেখে বলোতো;
মুখোমুখি বসে থাকো নি!
তখনো সন্ধ্যা নামেনি!
মেঘলা আকাশ অথবা বৃষ্টিভেজা সন্ধ্যায়।
বুকে হাত রেখে বলোতো;
এক কাপ চা'য়ে অদ্ভুত সম্পর্কের মানে খোঁজ নি!
তখনো সন্ধ্যা নামেনি!
এক বিবর্ণ ভালবাসায়
কত পাখি ফিরে গেছে;
কত প্রেম ফিরে আসেনি!