এই শহরে
সন্ধ্যা আসে ঘরে ফেরার অস্থিরতায়;
এই শহরে
রাত নেমে আসে সুনসান নিরাবতায়!
এই শহরে
রিক্সার প্যাডেলে কবিতা খুঁজে দ্রোহের কবি;
এই শহরে
ব্যর্থ প্রেমিকের চোখে ভাসে প্রেমিকার ছবি!
এই শহরে
প্রেম বিকিকিনি চলে আলো আধারিতে;
এই শহরে
ভালবাসা টাকা দিয়ে লুটোপুটি খায় দিন রাতে!
এই শহরে/
সরকার পল্লব
এপ্রিল, ২০১৭