ভালবাসি, এই কথা'টা বলার নাম ভালবাসা নয়!

একটা গোলাপ দেবার নাম ভালবাসা নয়!

একটা উপহার নেবার নাম ভালবাসা নয়!

কফিশপে একটু সময় কাটানোর নাম ভালবাসা নয়!

সকাল বেলায় মিস ইউ
সন্ধ্যায় বেলায় হেইট ইউ!
এই কথা'টা বলার নাম ভালবাসা নয়!

রিক্সা করে, গাড়ীতে করে একটু সময় বেরানোর নাম ভালবাসা নয়!

ভালবাসা! একটা ভীষন দীর্ঘশ্বাসের নাম!

ভালবাসা! একটা ভীষন প্রাণ ভরে শ্বাস নেবার নাম!

ভালবাসা! দাম দিয়ে যায় না কেনা; অমুল্য যার দাম!

ভালবাসা! প্রথম ধরা হাতটি ধরে জীবনের শেষবেলাতে; মুখোমুখি তাকিয়ে থাকার নাম!


সরকার পল্লব
১৩ ফেব্রুয়ারি, ২০১৭