মধ্য রাতে ঘুম ভেঙ্গে গেলে, দেয়াল ঘড়ির
সেকেন্ডের কাটার শব্দটা, মনে হয় পৃথিবীর
সবচেয়ে অসহ্য আর বিকট!
একটা করে শব্দ
যেন এক একটা বর্তমান কে ফেলে যাওয়া
অতীত! সময় বয়ে চলে নীরব রাতের পথে, যে
পথে কেউ অপেক্ষায় থাকে না!
মাঝে মাঝে রাস্তার পাহারাদারের বাশির শব্দ
জীবনের কথা মনে করিয়ে দেয়।
মাঝে মাঝে নীরব রাতে কুকুরের ঘেউ ঘেউ শব্দ
জীবন কে সতর্ক করে দেয়!
তবুও পড়ে থাকে বিছানার সাথে, নিথর, নির্বাক, নিশাচর
জীবন্ত দেহ!
সকাল হলেই মধ্য রাতের ঘড়ির
কাটার শব্দ হারিয়ে যায় জীবনের
কোলাহলময় ছন্দে, যে ছন্দে খুজে পাওয়া
যায় না, মধ্য রাতের সেই বিকট শব্দ!
মধ্যরাত আর মধ্য দুপুর এক নয়, মধ্য রাতের
জীবন্ত নিথর দেহ,
মধ্য দুপুরে ছুটে চলে বেচে থাকার তাগিদে!
জীবনের শব্দ তখন, মধ্য রাতের ঘড়ির কাটার
থেকেও বিকট হয়!
/জীবন ও সময়
সরকার পল্লব