বনলতা'রা আজ বড্ড কর্পোরেট!
হুকা যেমন বদলে সিগারেট!
জীবনানন্দ'রা তাকে আজ খুঁজেই পায় না!
চন্দ্রমুখী'দের দাপটে পার্বতীরা আজ বস
দের বউ!
দেবদাস'রাও আজ আর শরাবে ডুব দেয় না!
নতুন পারফিউম শরীরে মেখে নতুন পার্বতী
খোঁজে!
শিরি আর ফরহাদের জন্য যেমন অপেক্ষা
করে না, তেমনি ফরহাদও নতুন সিঁড়ি দিয়ে
টপ ফ্লোরে উঠে, আলো আধারীর রেস্তরায়
বসে লাল নীল শহরে জীবনের মানে
খোঁজে!
লাইলীর জন্য পাগল মজনু'রাও
আজ আর পাগল হয় না!
ক্লিন সেভ করে মজনু'রাও এখন লালায়িত
নতুন প্রেমে।
লাইলীও ফাকি দিয়ে দিব্বি সংসার করে
সব ভুলে!
প্রেম মরে না! রুপান্তরিত হয় নতুন প্রেমে!
যেমন হুকা থেকে সিগারেট!
/সরকার পল্লব
২৭ জানুয়ারী, ২০১৭