অনেকেই বলেন কবিতা চুরি হয়ে যায়! তাতে অনেকেই মন খারাপ করেন, কেউ আবার লিখা বন্ধ করে দিতে চান! আমি তো মনে করি আমার লেখা চুরি হোক, তাতে অন্তত সেই লেখা অন্যদের কাছে দেখলে ভাববো যে আমার লেখা স্বার্থক হচ্ছে। আমি অনেক কেই দেখেছি আমার লেখা তারা চুরি করে নিজের নামে চালিয়ে দিচ্ছে, সেটা দেখে আমার রাগ করে না, বরং খুশি লাগে। আমার ফেসবকের বন্ধু তালিকায় থেকেও কেঊ কেঊ আমাড় লেখা তাদের নিজের নামে চালিয়ে দিয়েছিল, সেটা দেখে আমি ওখানে গিয়ে মন্তব্য করেছিলাম, বাহ সুন্দর লেখা তো, আমার মন্তব্য দেখে ভদ্রলোক আমাকে ব্লক মেরে দেন, কি আজব, মন্তব্য ও করা যাবে না! তাই সবাই কে বলি আমার অখাদ্য লেখাচুরি করুন, আমার লেখা ছড়িয়ে যাক, এই অখাদ্য লেখা চুরি করে যদি আমাকে কবি পরিচিতি এনে দ্যান, তাহলে মন্দ কি! আমার অখাদ্য লেখা কবিতা চুরি হোক, ভাল থাকুক কবিতা চোর, ভাল থাকুক সকল কবি।
আলোচনাটি ৮২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১৭/০১/২০১৭, ০৪:৩৪ মি: