রাষ্ট্র তুমি অনাথ
রাষ্ট্র তুমি অন্ধ;
রাষ্ট্র তুমি বোবা
তোমার মুখ বন্ধ!
রাষ্ট্র তুমি পথের ধারে
যাদের বসবাস;
শুনতে কি পাও
সেই শিশুদের নীরব দীর্ঘশ্বাস!
রাষ্ট্র তুমি বধির
তুমি হৃদয়হীন;
রাষ্ট্র তুমি অথর্ব
ভীষন তুমি কঠিন!
সর্বহারার জন্য না হয়
হলাম আমি দ্রোহী;
সেই শিশুদের জন্য না হয়
হলাম রাষ্ট্রদ্রোহি!
/সরকার পল্লব