একটি কবিতা লিখতে চাচ্ছি!
কিন্তু লিখতে পারছি না!
আমার কলমে কালিও আছে অনেক।
যেটুকু কালি আছে তা দিয়ে আমি ২১টি কবিতা লিখতে পারব।
২১ টি কেন?
৩১ টিও হতে পারে অথবা ১১ টি!
কিন্তু আমি এক লাইনও লিখতে পারছি না!
অদ্ভুত! চোখের পলকেই সেকেন্ড, মিনিট, ঘন্টা পার হয়ে যাচ্ছে!
তবুও পারছি না লিখতে!
এভাবে ঘন্টা, রাত, দিন, মাস এমন কি বছর শেষ হয়ে যেতে পারে!
শুধু একটি কবিতার জন্য!
একটি কবিতা লিখব বলে এখনো আমি মাঝরাতে জেগে আছি!
একটি কবিতা লিখার প্রতিক্ষায় সহস্র রাত আমি জেগে থাকতে পারি।
শত জনম অপেক্ষায় থাকতে পারি!
কবিতা, শুধু তোমার জন্য!
আমি এক লাইন শব্দও লিখতে পারছি না!
কি লিখব? ভাবছি...!
/সরকার পল্লব