তখনো মেঘের গর্জন ছিল;
বাতাস এসে চমকে দিল!
মেঘের চাদরে ঢেকে গেছে শহর;
রিমঝিম বৃষ্টির ছন্দে প্রহর!
আকাশ থেকে আলোর ঝিলিক;
যেন কোন অদৃশ্য ফটোগ্রাফারের মাঝে মাঝে ক্লিক!
অপ্রস্তুত ছুটছে সবাই দিগ্বিদিক;
কে যেন ডাকছে আমায়, ডাক দিচ্ছে দিক!
দুপুরবেলা সন্ধ্যা হলো
রাস্তা হলো ফাকা;
আমি তখন সেই আধারে
হাটছি একা একা!
অপার্থিব/
সরকার পল্লব