ফুলের কাঁটার রক্তক্ষরণে;
হৃদয় তোমার জ্বলুক!

তুমি বরং অবিশ্বাসের বেলাভুমিতে দাঁড়িয়ে থাকো!
ফুলগুলো সব; আমার কথা বলুক!

কাঁটাগুলো, তোমার বুকেই বিঁধুক!

অন্ধতা তোমায়; ভালবাসার চোখ দিয়েছে!
তুমি হৃদয় চোখে এত কম দেখো;
হৃদয়ও আজ অন্ধ হয়ে গেছে!

তুমি বরং বিশ্বাসের ভূমিতে;
অবিশ্বাসের ফুল চাষ করো!
সেখানে যে ফুল জন্ম নিবে;
বেঁচে থেকেও ভালবাসায় মরো!

/অবিশ্বাসের ফুল
সরকার পল্লব
২৫ সেপ্টেম্বর, ২০১৮
©SP25092018