এখানে নিস্তব্ধ প্রহর
তোমার ব্যস্ত শহর।
অস্থির প্রেম, ফেরারি মন।
কোকিলের ডাক সারাক্ষণ।
ভাবনার কিনারায় দাঁড়িয়ে
কিছুকিছু ভুল।
সদ্য বসন্তে ফুটে থাকা শিমুল ফুল।
এখানে ঝিনুকের মালা নেই
সাগরের ঢেউ নেই।
সন্ধ্যার আবরণে ঝিকিমিকি আলো নেই।
এখানে বিসন্ন মেঘ, নুয়ে পড়া লতা
ফুল-পাখির অস্থিরতা!
বিরহী ছলছল আঁখি।
বেদনাবিধুর সুর, দূর বহুদূর।
ভেসে আসা উদাসী হাওয়া
ভ্রমণের গুনগুন গান গাওয়া।
তোমার ব্যস্ত শহরে
হঠাৎ আমায় মনে পড়ে যাওয়া!