নিষিদ্ধ হয়েছিলাম একাত্তরে
আগুনের স্ফুলিঙ্গ অন্তরে।
চারিদিকে রক্তচক্ষু, শকুনির দৃষ্টি
জনপদ অবরুদ্ধ।
শুরু হলো জনযুদ্ধ!

ভিসুভিয়াস আগ্নেয়গিরির মত
জ্বলে উঠেছিলাম বাংলার পথে প্রান্তরে।
লাখ শহীদের রক্ত ভেসে গেলো বঙ্গোপসাগরে!

যে পিশাচের দল
জারজ সন্তানের উল্লাসে
মেতে উঠেছিল, কেড়ে নিয়েছিল সম্ভ্রম!
সেই পিশাচেরা আজ জেগে উঠেছে!
হায়েনার দল ইতিহাসের পাতা পুড়িয়েছে!

হায় ইতিহাস!
তোমাকে নিয়ে লেখা গল্প, কবিতা, গান
ভুলিয়ে দিতে চায়, নিস্তব্ধ করে দিতে চায়
তোমার বীরত্বের জয়ধ্বনি!

তুমি যে বারুদে লেখা এক অগ্নি!
সহস্র মায়ের হাহাকার করা ধ্বনি।
নিষিদ্ধের ভেতরে জন্ম নেয়া এক ফুল।
প্রেয়সীর প্রথম প্রেমের চাহনিতে ব্যাকুল।

মুক্তির নেশায়, নেশাগ্রস্ত অন্তর।

হায় বায়ান্ন
বাষট্টি, ছেষট্টি, উনসত্তর
রক্তে লেখা একাত্তর!