মৃত্যু উপত্যকার দিকে এগিয়ে যাই
ভালবাসার বেলাভূমিতে নির্লিপ্ত তুমি!
অবিশ্বাসের ঘুর্ণিঝড়ে
পবিত্র গ্রন্থের প্রতিটি পাতা
ভিজে যায় অশ্রু জলে!
বিশ্বাসের পাখিরা রক্তাক্ত ডানা ঝাপটায়!
সময়ের ব্যবধানে
চেনা প্রেম অচেনা হয়!
সে দোষ প্রেমের নাকি প্রেমিকের!
ঘৃনার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের চূড়ায় পৌঁছেও বলি_ভালবাসি!
মৃত্যু উপত্যকায় দাঁড়িয়েও
চিৎকার করে বলি_ভালবাসি!
শুনতে কি পাও সে চিৎকার!
হৃদয়ে প্রচণ্ড রক্তক্ষয়ী যুদ্ধের
নিশানা উড়িয়ে..
নিশ্চুপ মৃত্যু উপত্যকার দিকে এগিয়ে যাই!