সিড়ি বেয়ে উঠে আসি
এক পা দু পা করে;
আমি তো গ্রহের বাসিন্দা হতে চেয়েছি গৃহের নয়!
আমি তো চেয়েছি খোলা মাঠে বুক ভরে নিশ্বাস নিতে।
চাইনি কয়েকশো বর্গফুটের বাসিন্দা হয়ে
ভালবাসা সাজাতে।
চেয়েছি পুরো পৃথিবী জুড়ে;
থাকুক আমার ভালবাসা!
এক পা দু পা করে..
সিড়ি বেয়ে উঠে আসি;
এখানে ফিরে ফিরে আসতেই হয়
এখানে যে মায়াবী ভালবাসারা অপেক্ষায় রয়!