১.
মদ না খেয়েও মাতাল কেউ
ছবি না আঁকিয়েও শিল্পী বটে;
ভাল না বেসেও প্রেমিক কেউ
ভেসে উঠে প্রেমিকার মানসপটে!

২.
এই শূণ্য বিকেল, চায়ের দোকান
সিগারেট আর তোমাকে ভাবি;
এই অতৃপ্তির চোখ, এই মিথ্যে শহর
ভুলে গিয়ে মন কতদুর হারাবি!