মায়া গুলো দৃষ্টি সীমানার বাইরে চলে যায়।
তখনই টুপ করে ঝরে পড়ে একফোঁটা অশ্রু।
কেউ কি দেখেছিল, কেউ জেনেছিল।
শুধু জেনে রাখে কতটা নির্মম আমি!

যতটা নির্মম ভাবে মায়াবী হৃদয় গুলো।
একফোঁটা অশ্রুসিক্ত চোখে, তারা কি কখনো তাকিয়ে ছিলো!
সাত-সমুদ্র তের নদী জল ছিলো!
একা বসে হিমালয় হৃদয়ে, বরফের ঢল ছিলো!

মায়া গুলো! একবারও কি ভেবেছিল!
পৃথিবীও কি জেনেছিল!