লজ্জিত পতাকা
সলজ্জিত মানচিত্র
ধর্মান্ধতা বাংলাদেশ!
তুমি পা বাড়িয়েছ পশ্চিমে
৪৭ হয়ে যাচ্ছে মানচিত্র!
চাঁদ তারা পতাকা ভেসে উঠে!
৭১ পথ ভুলে...
বিপথে বাংলাদেশ!
পাক পুলিশ, আর্মির
তফাৎ খুঁজি!
মিলে যাচ্ছে প্রিয়তমা!
ভয় পেও না, ইয়াহিয়া, ভূট্টো যেমন থাকবেই;
তেমনি সোনার ছেলেও আছে!
/লজ্জিত পতাকা
সরকার পল্লব