কতটুকু দুরত্ব আমার থেকে!
অথচ তোমার দিকে ছুটে চলছি
যেন অনন্তকাল ধরে!
সহস্র কোটি আলোকবর্ষ সময় পেরিয়েও
কাছে পৌঁছাতে পারছি না!
কতটুকু নিশ্চুপ থাকলে
সেটাকে নীরবতা ভাববে!
চলে যাবো একদিন;
যেখানে তুমিময় প্রেম নাই!
নক্ষত্রের পথ ধরে
অসীম শুন্যতায়!
সেদিন, আমার শূন্যতা
পোড়াবে তোমায়!