শুন্য হলে সবার পূর্ণ হবার সাধ জাগে;
একা থাকার অনেক শক্তি লাগে;
বুকের ভিতরে ঘূর্ণিঝড় উঠে;
সে ঝড় বাতাসে সব তচনচ করে।
সাহস আর ধৈর্য নামের বৃক্ষের
ডালপালা শিকড় উপড়ে যায়।
একা সবাই থাকতে পারে না;
যে একা থাকতে পারে,
তার জন্যই তো পুরো পৃথিবী।
একা থাকা একটা শক্তি!
এ শক্তি সবার বুকে থাকে না।
অনেক মানুষের মাঝেও
কারো কারো বুকে এ শক্তির শূন্যতা বিরাজ করে।
যেমন পারে না এক ঝাঁক সাদা বক।
এক ঢিলে সব উড়ে চলে অন্য প্রান্তে!
একা গাঙচিল নীলাকাশে উড়ে;
বুকে তার একা থাকার প্রচণ্ড শক্তি!
কেউ কেউ গাঙচিল হয়!
কেউ কেউ সাদা বক!