ক্ষুধার্তের রুটি হয়েছে; নিঃসঙ্গ রাতের চাঁদ!
মুখরিত অরণ্যের পাখি; ভাল আছে মেঠো পথ!
নাগরিক কোলাহল; যেন ক্যানভাসে আঁকা ছবি!
চার দেয়ালের মাঝে; বন্দী পৃথিবী!
এলইডি লাইট টা হয়ে গেছে সূর্য!
মৃত্যুর সাথে জীবনের লড়াই অনিবার্য!
ধুসর হাওয়ায় বিপন্ন জীবনের মানে;
অদৃশ্য বলে গেছে ফিসফিস কানে।
সাইবেরিয়া থেকে সাহারা
আর নাগাসাকি থেকে আল্পস- হিমালয়!
রাজত্ব একে দেয় যমদূত; লাল লাল নিশানায়!
বেঁচে থাকার তীব্র বাসনায়; পাখির মত দুরন্ত কপোত-কপোতী
গৃহবন্দী বাঁচার নেশায়।
মহামারী অবাক বিস্ময়ে তাকিয়ে রয়..
গৃহহীন ক্ষুধার্ত যে;
তার থেকে মৃত্যু পালিয়ে বেড়ায়!
শহুরে ঝলমলে রেস্তরাঁ নীরব নিস্তব্ধ!
পঁচে যাওয়া সময় ভয়ানক অবরুদ্ধ!
ব্রান্ডের গাড়ি নয় যেন অথর্ব মাথা
পড়ে আছে গ্যারেজে!
ঘুন পোঁকা বাসা বেধেছে রাস্ট্রের মগজে!
কর্পূরের মত নিঃশব্দে উড়ে যায় সভ্যতা।
পৃথিবী গৃহবন্দী, অদ্ভুত মানবতা!