কেউ কি ভেবে হারায়;
যা হারিয়ে যাবার
তা হারাবেই।
যা ফিরে আসবার
তা ফিরবেই।
যত্ন করে রেখেছি যা
নিমিষেই হারায় তা।
হারানোর কষ্ট হঠাৎ
মুছে যায় কিছু প্রাপ্তিতে।
তবুও যা হারায়
তা পূরন হবার নয়।
শূন্যস্থানের পুনর্জন্ম ঘটে।
ফিরে আসে হারিয়ে যাওয়া সম্পদ।
ফিরে আসে না হারিয়ে ফেলা সম্পত্তি।
যদি আরো কিছু হারিয়ে যেত এই ভেবে
নিজেকে সান্ত্বনা দেয় মন ।