কফিনে মোড়ানো ভালবাসা
কর্পূরের গন্ধে তীব্র হতে থাকে!
স্থির চোখের দৃষ্টি,
তাকিয়ে দেখে অপলক তোমায়!
লাশের পাশে রাখা লাল গোলাপ
উপহাস ভরে গন্ধ ছড়ায়!
বুকের যে পাশে হৃদয় ছিল
তুমি ঠিক তার উল্টো পাশে দাঁড়িয়ে থেকো!
তোমাকে ভালবেসে যে হৃদয় পুড়েছিলাম;
সে হৃদয়ের পোড়া গন্ধও যেন তোমাকে স্পর্শ না করে!
তোমাকে ভালবাসিনি আমি!
বুঝবে সেদিন!
/সরকার পল্লব
১৮ জুলাই, ২০১৮ ঢাকা।