গতকাল চাঁদ মামু নাকি
হিরু থেইক্যা সুপার হিরু হইছিল।
শহুরে মানুষ সেই সুপার হিরুরে দেখনের লাইগা নাকি বাসার ছাদে, ঝিলে, বিলে অবস্থান কইরা তার রুপ উপভোগ করছে!
আমি গ্যারামের পোলা,
আকাশে মায়ের ভাই চাঁদ উঠে,
আমি ফ্যাল ফ্যালাইয়া তাকাইয়া দেখি।
আমি চাঁদ রে রুটিও ভাবি না,
কারু কপালের টিপ ভাইব্যা কবিতাও লিখি না।
একদিনের চাঁদ দেইখ্যা
আমি চন্দ্র জয়ীও হতে চাই না!
সারা বছরই চন্দ্র রাইতে
আমি তারে চোখে চোখে রাখি।
শহুরে কোলাহল কিংবা গ্যারামে,
চাঁদ মামু আমারে মেকি চন্দ্রবতী ও চন্দ্রবানদের চিনাইয়া দেয়!