কত চোখ বিজয়ের সকাল দেখতে চেয়েছিল;
সহস্র ফুল চেয়ে ছিলো বিজয়ের মালা হতে!
সেই সব চোখে স্বপ্ন ছিল, আগুনের রঙ ছিল;
ফুল গুলো সব গ্রেনেড আগুনে ধ্বংস হয়ে ছিলো!
লক্ষ কোকিল বসন্তে গান গাইবে বলে ভেবেছিল;
মেশিনগানের গুলিতে তারা মাটিতে লুটে পড়েছিল।
রক্তজবা, হলুদ গাদা, চামেলি ফুল,
বাড়ির উঠান ভরা শিউলি ফুল;
বিজয়ীর গলার মালা হতে চেয়েছিল,
হায়েনার আঘাতে মাটিতে তারা ঝরে পড়েছিল!
আহা! ফুল, পাখি, আগুন চোখ!
বিজয়ের কিছু দিন আগে,
এভাবে কত স্বপ্ন এ মাটিতে ঝরে পড়েছিল!