যদি বিপ্লবের স্বপ্ন দেখাও
তবে ভালবাসা দাও
যদি সমাজ পরিবর্তন চাও
তবে পরিবর্তন হয়ে যাও।
যে বিপ্লবের শিক্ষা দিয়েছো,
তা যেন অবহেলায়;
বুমেরাং না হয়ে যায়।
দিন রাত সারাবেলা
যেভাবে করেছে লড়াই
শ্লোগান আর মিছিলে;
তার অগ্র ভাবে তোমরাই ছিলে।
একবারও কি মিছিলের পিছনে ফিরে দেখেছো;
শুনেছ কি পা ফেলার শব্দ!
একবারও কি মিছিল শেষে
বুকে টেনে নিয়েছো;
বলেছো কি ভালবাসার গদ্য!
প্রতারণা আর প্রবঞ্চনার
কাফন জড়ানো;
হাতে শিকল পড়ানো!
ভয় দেখিয়ে, ধমক শুনিয়ে;
এভাবে কতটা পথ চললে
বিপ্লব আসার গল্প বললে;
বিপ্লব ফিরে আসবে!
চোখের কোণে ভাসবে;
বেলা শেষে এক ফোঁটা অশ্রুজল!
ওহে প্রবঞ্চকের দল!