দূরে চলে গেছো অথচ
সারাটা ঘর জুড়ে তোমাদের অস্তিত্বের চিহ্ন
আমাকে ইশারায় ডাকছে!
দূরে চলে গেছো অথচ
ছড়িয়ে ছিটিয়ে আছে তোমাদের ফেলে যাওয়া কাপড়!
রাজকন্যার পড়ার টেবিলের বই গুলো এলোমেলো!
বিছানায় বালিশ গুলো শুন্য পড়ে আছে;
রাজপুত্রের ছোট্ট বালিশটা, মেঝো টা রাজকন্যার!
তোমার বালিশটা বুকে নিয়ে ঘুমানোর চেষ্টা করছি!
রাজকন্যা ও রাজপুত্রের হইচই নেই;
আমাকে খাওয়ানোর তাড়াহুড়ো নেই তোমার!
শুন্য ঘরে একা আমি!
এতক্ষণে নিশ্চয়ই রাজপুত্র আর রাজকন্যা
ঘুমের রাজ্যে চলে গেছে!
আর তুমি, জেগে আছো;
ভাবছো আমায় নাকি তুমিও ঘুমিয়ে গেছো!
আর আমি চোখ বন্ধ করে ভাবছি;
তোমরা সবাই আমার পাশে ঘুমিয়ে আছো!