সেই কবে একবার মরেছিলাম
তারপর জন্মেছিলাম বৃষ্টি হয়ে!
শহরে সন্ধ্যা নেমে এলো
কালো মেঘে ভর করে!
আজ দ্বিতীয় মৃত্যুর আগে
আকাশে মেঘের ঘনঘটা!
বজ্রপাতে টুপ করে পতিত হই ভূমিতে!
নদীর সাথে মিশে মিলিত হই সাগরে!
দ্বিতীয় মৃত্যুর আগে পড়ে থাকি নর্দমায়;
তৃতীয় জন্মের তীব্র প্রতিক্ষায়!
শ্যাওলা পুকুরের জলে মিশে হই কচুরিপানা!
অথবা হয়ে যাই আকাশে উড়া শঙ্খচিলের ডানা!
দ্বিতীয় মৃত্যুর আগে ভাবছিলাম
তৃতীয় জন্মে ফুল হয়ে ফুটবো!
নয়তো পাখি হয়ে নীলাকাশে উড়বো।
জোনাকির আলো, নবমী চাঁদ আর
মাতাল করা বুনো ফুলের গন্ধ!
অথবা ঘন বর্ষার রাত; কদম ফুল;
টিনের চালের রিনিঝিনি মায়াবী শব্দ!
আকাঙ্খার জন্ম হয়নি প্রথম মৃত্যুর সময়!
তখন ভাবিনি পরজন্মে বৃষ্টি হয়ে জন্মাতে হবে!
আজ দ্বিতীয় মৃত্যুর আগে এত আয়োজন!
তৃতীয় জন্মের পর কত কিছুর প্রয়োজন!