দেবী,
তোর পদ্ম পুকুরে ইচ্ছে করে ডুবে মরবো!
তোর পুকুরের শীতল জল পান করবো !
তোর বাগানের আপেল খাবো, আঙ্গুর খাবো!
তোর কালো বৃন্দাবনে নিজেকে হারাবো!
তোর শরীরে এক আঙ্গুলে উত্তাল ঢেউ উঠাবো!
তোর ধ্যান মগ্নতা ভেঙ্গে গেলে খুঁজে দেখ বাহিরে ভিতরে!
পুজারি দেহ পড়ে আছে তোর বুকের মন্দিরে!