মনে পড়ে রাজকন্যা...
হাজার বছর আগে..
কোন এক বসন্তের বিকেল...
তোমার প্রাসাদের সামনে
পথ ভুলে দাড়িঁয়েছিল
কোন এক যুবক..
তোমার চোখে চোখ পড়লো তার
অপলক তাকিয়ে থাকা..
কি অপূর্ব!
অস্বাভাবিক সুন্দর করে
বিধাতা তোমার প্রতিমা গড়েছে...!
তোমাকে ছুঁয়ে দেখবে বলে
হাত বাড়ালো সে...
আর তখনি.......
তোমাকে ছুঁয়ে দেখার অপরাধে
বন্দী করা হলো সেই যুবককে..
ভালবাসা আর ছুঁয়ে দেখার অপরাধে
তার মৃত্যুদণ্ড দেওয়া হলো!
আমি সেই যুবক
আবার এসেছি...
তোমায় ভালবাসবো বলে..
রাজকন্যা,
তুমি যতবার
আমার সামনে আসবে..
ততবার তোমায় ভালবাসবো, ছুঁয়ে দেখবো..
তোমাকে ছোঁয়ার অপরাধে
সহস্রবার আমি মৃত্যুকে
সঙ্গী করে নিবো...!