নীল আকাশ'টা
লাল হয়ে গেলে;
তুমি ফুল ফেলে
বুলেট হাতে নিও।
চোখের অশ্রুজলে লিখে দিও;
শোকার্ত কবিতা।

আতরের গন্ধে যদি মন না ভরে;
বারুদের গন্ধ প্রাণভরে নিও।

লাশের মিছিলে বোবাকান্না চেপে,
হাসিমুখে দ্রোহের গান।
আয়নায় দাঁড়িয়ে
যদি নিজেকে বীভৎস লাগে;
তবে তুমি মানুষ দাবি করতে পারো!
পৃথিবীতে মানুষের চেয়ে
সস্তা কিছুই নাই!

মানুষের রক্ত চাও আরও?
আমার মৃত্যুতে তোমরা;
বুনো উল্লাস করতেই পারো!