তোমার মস্তিষ্ক আর হৃদয় জুড়ে
আমার প্রেমের শহর;
আমায় নিয়েই সেখানে তোমার;
বন্দনা প্রতিটি প্রহর!
তোমার চোখ জুড়ে যখন;
আমার প্রেম চিকচিক করতো;
তোমার হাত যখন;
আমার খেয়ালী আঙুল ছুঁয়ে ধরতো!
তোমার নিশ্বাসে যখন;
আমার প্রেমের উত্তাল ঢেউ উঠতো!
বাউন্ডুলে এই মনে;
আমি ভীষণ হেয়ালি করে;
তা উড়িয়ে দিতাম শূন্যে!
খেয়ালী মন আমার
কখনো সে প্রেম বুঝার
বিন্দুমাত্র অনুভব করেনি!
ভালবাসার হাত বাড়িয়ে ছিলে;
আমার হাত; সেই হাতও ধরেনি!
হায় প্রেম, কখন যে আনমনে;
আজ নীল নীল ফুল ফুটেছে;
আমার হৃদয় উদ্যানে!
এখন আমার মস্তিষ্ক আর হৃদয় জুড়ে;
তোমার প্রেমের নগর!
এই খেয়ালী মনে;
তোমার বন্দনা হয় প্রতিটি প্রহর!
হায় প্রেম, এখন আমি হাত বাড়িয়ে
তোমায় ছুঁইতে গেলে;
তুমি ভীষণ খেয়ালী ছলে
হাত সরিয়ে নাও!
আমি চিৎকার করি বলি;
এবার আমায় একটু প্রেম দাও!
শুনতে কি তুমি পাও!