মৃত্যু এসে ফিরে গিয়েছিল ছয়শত আটত্রিশ অথবা অসংখ্য বার গোপনে!
কখনো ভুল করে এসে স্থির দাঁড়িয়ে থাকে লাল ময়দানে।
আজ হঠাৎ পৃথিবীর ওপার প্রান্ত থেকে এপারে বাতাসে ভেসে আসে বিদায়ের সুর!
লাল পতাকা টা উড়ছে, পুঁজিবাদীর প্রাসাদ ভাঙ্গার আওয়াজ ভেসে যায় দূর থেকে বহুদুর!
শাসকের রক্ত চক্ষু ঝাপসা হয়ে মাথা নত হয়, বিপ্লবীর দ্রোহের লাল লাল চোখের সামনে!
তুমি দাঁড়িয়ে থাকো লাল পতাকা হাতে যেখানে, মৃত্যু এসে মাথা নত করে দাঁড়িয়ে থাকে সেখানে!
শকুনেরা নাকি আজ খুশিতে মাংস খাবে, তুমি চলে গেছো বলে!
শকুনেরা দেখে না, লাল লাল চোখে সহস্র সর্বহারা দাঁড়িয়ে লাল পতাকার তলে!
চলে যাওয়া মানেই প্রস্থান নয়, সাম্যবাদের লাল সুর্যের আলো এসে উকি দেয় শোষিতের জানালায়!
হে বিপ্লবী, লাল সালাম তোমায়!
[উৎসর্গ: ফিদেল কাস্ত্রো]