এই কবিতায় কোন প্রেম নেই
ঐ ছবিটায় কোন ফ্রেম নেই!
এই কবিতায় কোন মায়া নেই;
যেখানে দাঁড়িয়েছিলে;
সেখানে আজ কোন ছায়া নেই।
এই কবিতা তোমাকে ঘিরে নয়!
তোমাকে খুঁজি প্রকৃতিতে;
মানুষের ভীরে নয়।
এই কবিতায় তুমি হারিয়ে যাও;
শূন্য আকাশে দু'হাত বাড়িয়ে দাও।
এই কবিতা লেখা অহেতুক প্রলাপ;
তোমার জন্য বিলাপ করে
ছোট্ট একটা গোলাপ!
এই কবিতা নদী হয়ে বয়ে চলবে না;
এই কবিতায় কারো কথা মনে পড়বে না।
এই কবিতা হারাবে ছায়াপথের
পথ ধরে অসীম শুন্যতায়!
এই কবিতা নীরব রবে ভীষণ নীরবতায়।
এই কবিতা তোমাকে ঘিরে নয়!
তোমাকে খুঁজি প্রকৃতিতে
মানুষের ভীড়ে নয়!