অদ্যাবধি বধির এ বিশ্ব শোনেনি যেন কিছুই
অন্ধকারে পতিত অন্ধ ধরণী দেখেনি তো কিছুই
নিশ্চুপ নির্বিকার নিরাপদে থাকারা বলছে না কিছুই
শুধুই শবের সংখ্যা শতক থেকে সহস্র হয়ে যায়
নিরাপরাধ,নিরীহ, নিরস্ত্রের রক্ত কেবলই বয়ে যায়।
খণ্ড বিখণ্ড ভূখণ্ডে বিধ্বস্ত ইমারতের শ্মশান
আগুনে নিঃশ্বাস ফেলা বৈদেশিক বাজপাখীর দখলে আকাশ
ভূমি থেকে ভূমিতে ভোমরার মতো ছুটে আসছে গুচ্ছ মৃত্যুবাণ।
মৃত্যু এখানে প্রতিপক্ষ চেনেনা.......
অবলীলায় অবস্থানের শিকার হচ্ছে নিষ্পাপ শিশুরা,
সব হারিয়ে ধুঁকে ধুঁকে জীবন টিকিয়ে রাখার সংগ্রামরত
উপায় অন্তহীন নির্বিবাদী মানুষেরা।
সিরিয়ার বাতাসে শয়তানের সাইরেন বাজছে....
সভ্যতার সর্বনাশের সূচনা বোধহয় এখানেই।