বেভুল হাঁটা পথের বাঁকে ফেলে এসেছে সে কর্দমাক্ত দায়
সন্ধ্যা সারথি হয়নি শুকতারাটিও, আঁধারেই পেরিয়েছে প্রান্তর,
কতো অজানা গুহার নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হয়ে ফিরেছে আহবান
প্রগলভা লাভার বুকে বুদবুদ হয়ে ফুরিয়েছে বিদগ্ধ বার্তা
ঝর্ণার গর্জনে বিলীন হয়েছে তার কতো সুলোলিত গান
বারিধারা বার বার ধুয়ে নিয়ে গেছে ধ্যানলব্ধ জ্ঞান।
ধ্রুব নক্ষত্র সাক্ষী, ধরিত্রীর এ যাত্রীর,
যার আবর্তন এক মহার্ঘ্য পরিবর্তনের লক্ষ্যেই
কেউ বোঝে না তার অভিপ্রায়.......
শুধু সময়ই দাঁড়িয়ে আছে তার প্রত্যাবর্তনের প্রতীক্ষায়।