আক্ষেপময় অপেক্ষাকে আমি ছুটি দিয়েছি
স্মৃতির সঞ্চয় ছুঁড়ে ফেলেছি বিস্মরণের সরোবরে।
আশার অট্টালিকাসমূহ বিদ্রুপের অট্টহাসিতে ধ্বসে গেছে,
আমি ধ্বংসস্তূপের মধ্যেই ঐকান্তিক ইচ্ছের ইমারত গড়ছি।
কখনো কখনো পতন উত্থানেরই সহায়ক
কখনো কখনো বিচ্ছেদ, বিধ্বস্ত হওয়া ঠেকানোর নিয়ামক।
আপাত অমঙ্গল, এভাবেই অজান্তে মঙ্গলই বয়ে আনে,
ছোট্ট জীবনের বড় পরিবর্তনে ব্যথাই থাকে সাথী।
দুঃখের বৃতি-বৃন্তেই আবৃত থাকে সুখের ফুল
কষ্টকে সর্বদা অভিশাপ ভাবা তাই অপ্রয়োজনীয় ভুল।