আমারই সৃজিত বেদনা বিবরে
হারিয়েছি সুখ কতোনা নীরবে
বয়ে গেছে বসন্ত বিবর্ণ বিরহে
তৃষ্ণার তুষার আশার শিখরে।
নীহারিকার মতো নিস্তব্ধ আলোকে
স্মৃতি ঝরে পড়ে রক্তাক্ত পালকে
আঁধার গ্রাসে গেছে জীবন অলোখে
দুঃখ দ্রবীভূত যে আনন্দ আরকে।
ব্যথা গেঁথে গেঁথে গড়া গলমালা
বিচিত্র সৌরভে নেভায় অন্তর্জ্বালা।।